কাহারোলে ঈদ উপলক্ষে ভিজিএফ-এর চাল বরাদ্দ দিয়েছেন সরকার
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণের লক্ষ্যে ভিজিএফ-এর বরাদ্দ দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফেরদৌস আহমেদ জানান, কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে ভিজিএফ চাল সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের নামের তালিকা প্রস্তুত করে দ্রুত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে।
এই উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৩৩,১২৮টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে, যা সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে বিতরণ করা হবে।