ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মিছিলে হামলা, বিএনপি নেতা খুন

কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি::

কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মিছিলে হামলায় খুন হওয়া এমদাদুল হক আকলু

গাজীপুরের কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মিছিলে বাঁধা ও হামলায়  মোক্তারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদুল হক আকলু (৬০) খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় জহিরুল ইসলাম, মজনু শেখ, বিল্লাল হোসেন, তাজুল ইসলাম, শামসুল শেখ, নুরুল ইসলামসহ আরো ১০-১২ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা।  আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন।

খবর পেয়ে পুলিশ শুক্রবার (৬ই সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে নিহত ওই বিএনপি নেতার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ উপজেলাধীন মোক্তারপুর ইউনিয়নের নাসু মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মিছিল ও শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় আ’লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকলে পার্শ্ববর্তী কাপাসিয়া থানাধীন দূর্গাপুর ইউনিয়ের খিলগাঁও এলাকার মজির মিয়ার পুত্র নাজুক মিয়া প্রতিবাদ করে।পরে কথা কাটাকাটির এক পর্যয়ে নাজুক মিয়া ফোন করলে পূর্ব থেকে ওত পেতে থাকা কতিপয় সুযোগ সন্ধানী দলের নামধারী বখাটে সন্ত্রাসী মোরশেদ, আজিজুল ওরুফে উরু, আরিফুল, সিয়াম মারুফ, মনির হোসেন ও সোহেলসহ ৬০-৭০ জন মিছিলটিতে বাধা প্রদান করে। এ নিয়ে উভয় পক্ষে বাক বিতন্ডার একপর্যায়ে বাধা প্রদানকারীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া করলে মিছিলকারীরা  দৌড়ে নাসু মার্কেট চলে যায়। পরে সেখানে গিয়ে ওই সন্ত্রাসীরা মিছিলকারীদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের বেধড়ক লাঠির আঘাতে এমদাদুল হক আকলু নামের এক বিএনপি নেতা ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে আরো ১০-১২ জন নেতাকর্মী আহত হয়। নিহত আকলুর শরীলের  বিভিন্ন স্থানে একাধিক আঘাতের  চিহ্ন রয়েছে।

নিহত এমদাদুল হক আকলু কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি। তিনি মুক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

পরে এ ঘটনার খবর পেয়ে গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ.কে.এম ফজলুল হক মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ থানায় ছুটে যান এবং ঘটনাস্থল গিয়ে নিহতের পরিবারের সদস‍্যদের খোঁজখবর নেন।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মো: আসাদুজ্জামান বলেন, নাসু মার্কেট এলাকায় একটি মিছিল করাকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
৫১৯ বার পড়া হয়েছে

কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মিছিলে হামলা, বিএনপি নেতা খুন

আপডেট সময় ১১:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মিছিলে বাঁধা ও হামলায়  মোক্তারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদুল হক আকলু (৬০) খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় জহিরুল ইসলাম, মজনু শেখ, বিল্লাল হোসেন, তাজুল ইসলাম, শামসুল শেখ, নুরুল ইসলামসহ আরো ১০-১২ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা।  আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন।

খবর পেয়ে পুলিশ শুক্রবার (৬ই সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে নিহত ওই বিএনপি নেতার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ উপজেলাধীন মোক্তারপুর ইউনিয়নের নাসু মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মিছিল ও শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় আ’লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকলে পার্শ্ববর্তী কাপাসিয়া থানাধীন দূর্গাপুর ইউনিয়ের খিলগাঁও এলাকার মজির মিয়ার পুত্র নাজুক মিয়া প্রতিবাদ করে।পরে কথা কাটাকাটির এক পর্যয়ে নাজুক মিয়া ফোন করলে পূর্ব থেকে ওত পেতে থাকা কতিপয় সুযোগ সন্ধানী দলের নামধারী বখাটে সন্ত্রাসী মোরশেদ, আজিজুল ওরুফে উরু, আরিফুল, সিয়াম মারুফ, মনির হোসেন ও সোহেলসহ ৬০-৭০ জন মিছিলটিতে বাধা প্রদান করে। এ নিয়ে উভয় পক্ষে বাক বিতন্ডার একপর্যায়ে বাধা প্রদানকারীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া করলে মিছিলকারীরা  দৌড়ে নাসু মার্কেট চলে যায়। পরে সেখানে গিয়ে ওই সন্ত্রাসীরা মিছিলকারীদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের বেধড়ক লাঠির আঘাতে এমদাদুল হক আকলু নামের এক বিএনপি নেতা ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে আরো ১০-১২ জন নেতাকর্মী আহত হয়। নিহত আকলুর শরীলের  বিভিন্ন স্থানে একাধিক আঘাতের  চিহ্ন রয়েছে।

নিহত এমদাদুল হক আকলু কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি। তিনি মুক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

পরে এ ঘটনার খবর পেয়ে গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ.কে.এম ফজলুল হক মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ থানায় ছুটে যান এবং ঘটনাস্থল গিয়ে নিহতের পরিবারের সদস‍্যদের খোঁজখবর নেন।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মো: আসাদুজ্জামান বলেন, নাসু মার্কেট এলাকায় একটি মিছিল করাকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।