কালাইয়ে ১৪৪ ধারা ভঙ্গ, বিএনপির সংঘর্ষ
জয়পুরহাটের কালাইয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কদের বাদ দিয়ে একতরফা কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার বেলা ৩টার দিকে কালাই উপজেলার পুনট বাজারে বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেনের নেতৃত্বে ৯টি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।
এ ঘটনায় প্রতিপক্ষের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :