কালাইয়ে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
জয়পুরহাটের কালাইয়ে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ শে মার্চ (বুধবার) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা।
কালাই উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন কালাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শামীমা আক্তার জাহান। এরপর কালাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জাহিদ হোসেন শ্রদ্ধা জানান। এছাড়াও কালাই পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আনসার ও ভিডিপি, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলাদেশ স্কাউট দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে ছিল মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শামীমা আক্তার জাহান। তিনি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইফতেকার রহমান, কৃষি অফিসার অরুণচন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহমিদা আক্তার লিনা, থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান এবং বীর মুক্তিযোদ্ধা মো. আ. মতিন সরকার।
এছাড়াও, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মুনসুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।