কালাইয়ে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায়
জয়পুরহাটের কালাই উপজেলায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) কালাই বাসস্ট্যান্ড চত্বর, কালাই বাজার ও পাঁচশিরা বাজারে মৎস্য খাদ্য, গবাদিপশুর খাদ্য ও ওষুধের দোকানে এ অভিযান চালানো হয়।
মৎস্য খাদ্য ও গবাদিপশুর খাদ্য আইন ২০১০-এর বিভিন্ন ধারায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টটি যৌথভাবে পরিচালনা করেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেকার রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন থানা পুলিশ ও আনসার সদস্যরা।
ট্যাগস :