কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড
জয়পুরহাটের কালাই উপজেলায় দুই মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার পুনট ইউনিয়নের দেওগ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দেওগ্রামে মাদকাসক্ত অবস্থায় দুজনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়। পরে তাদের একজনকে ৭ দিন ও অপরজনকে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে একশত টাকা করে জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, উদয়পুর ইউনিয়নের চেচুরিয়া গ্রামের মো. শাহারুল ইসলাম (২৬), যাকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং পুনট ইউনিয়নের দেওগ্রামের মো. সানাউল মণ্ডল (৫৫), যাকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (৫) ধারায় এই শাস্তি প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।