কালাইয়ে ভূমি অফিসে অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানিয়েছে। অভিযোগ উঠেছে যে, ভূমি অফিসের তহশিলদার শহীদুল ইসলাম এবং তার জামাই সুমন আর্থিক লেনদেন ছাড়া খাজনা-খারিজ সম্পন্ন করেন না।
বিশেষত, সুমন চাকরি না করেও দীর্ঘদিন ধরে শ্বশুরের সঙ্গে অফিসে বসে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছেন। ভুক্তভোগীদের দাবি, সুমনের মাধ্যমে ফাইল প্রসেস করতে গেলে অতিরিক্ত অর্থ দিতে হয়, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি), কালাইয়ের একদল শিক্ষার্থী ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে সরাসরি জিন্দারপুর ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত হন। তারা তহশিলদারের সঙ্গে আলোচনায় বসে অভিযোগগুলোর ব্যাখ্যা চান। তবে তহশিলদার শহীদুল ইসলাম তাদের কোনো সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন।
পরবর্তীতে শিক্ষার্থীরা কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখার রহমানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি আশ্বাস দেন যে, “এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত শেষে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”
স্থানীয় জনগণ শিক্ষার্থীদের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এই উদ্যোগ ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনগণ এখন সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং সুশাসন প্রতিষ্ঠার অপেক্ষায় রয়েছে।