কালাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ মিছিল
দেশে বিভিন্ন স্থানে ছিনতাই, চুরি, ডাকাতি, ধর্ষণসহ সব ধরনের অরাজকতা বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করা ও দ্রুত আইনের আওতায় এনে দেশের অরাজকতা বন্ধ করার দাবিতে কালাই উপজেলা চত্বরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১১ মার্চ, সকাল ১০ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দের উদ্যোগে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি কালাই উপজেলা চত্বর থেকে বের হয়ে জয়পুরহাট-বগুড়া মহাসড়কসহ কালাই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এই প্রতিবাদ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা, সাধারণ জনগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মিছিলের মাধ্যমে বক্তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে ধর্ষণের মতো অমানবিক ঘটনার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করা হয়।