কালাইয়ে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাই উপজেলায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব রাশেদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ জহুরুল ইসলাম।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং কালাই উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
সভায় শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের কৌশল, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং স্কুল পরিচালনায় প্রধান শিক্ষকদের ভূমিকা বিষয়ে আলোচনা হয়।
ট্যাগস :