কালাইয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজমা বেগম আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধীদের হাতে হুইলচেয়ার ও ক্রাচ তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ৫ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্বসহ জামাত-বিএনপি নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও শারীরিকভাবে অক্ষম মানুষদের উন্নয়নে সরকার সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।