তারুণ্যের উৎসব উদযাপন
কালাইয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মশালা অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাই পৌরসভা প্রশাসনের উদ্যোগে ৬ জানুয়ারি ২০২৫ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে “তারুণ্যের উৎসব” উদযাপনের অংশ হিসেবে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালার প্রতিপাদ্য ছিল “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আক্তার জাহান। তারুণ্যের এই উৎসবের শুভ উদ্বোধনও তার হাতেই সম্পন্ন হয়।
কর্মশালায় নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভাবনা শীর্ষক বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন পৌরসভার পরিদর্শক মোস্তাক হাসান। কর্মশালায় বক্তব্য রাখেন:
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, পৌর ইঞ্জিনিয়ার একেএম সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ নাজনীন ডেইজী, উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন।
এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার (সোহেল) এবং অন্যরা।
তারুণ্যের উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল শিক্ষার্থীদের বরণ। উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন এবং তাদের উৎসাহিত করেন।
সমাপনী বক্তব্যে ইউএনও শামীমা আক্তার জাহান শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সমাজসেবায় যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “তারুণ্যের শক্তি ও সাহসকে দেশের অগ্রগতিতে কাজে লাগাতে হবে।”
উক্ত কর্মশালায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই কর্মশালা তারুণ্যের মাঝে নতুন উদ্যম সঞ্চার করে এবং দেশ গঠনে তাদের ভূমিকাকে তুলে ধরে সমাপ্ত হয়।