কালাইয়ে ধানক্ষেতে উদ্ধার, মহস্থানে ছিনতাই হওয়া তেলের লরির চালক ও হেলপার
চট্টগ্রাম থেকে রংপুরগামী একটি সয়াবিন তেলের লরি বগুড়ার মহাস্থান এলাকায় সংঘবদ্ধ ডাকাতদলের কবলে পড়ে। ডাকাতরা লরির চালক ও হেলপারকে অপহরণ করে মারধর করার পর জয়পুরহাটের কালাই উপজেলার একটি ধানক্ষেতে ফেলে রেখে লরিটি ছিনতাই করে নিয়ে যায়।
জানা গেছে, লরির চালক আব্দুল মালেক (পিতা: মৃত নুর ইসলাম), রংপুর সদরের বাবুগঞ্জ এলাকার বাসিন্দা এবং হেলপার নজরুল ইসলাম (পিতা: মৃত শামসুল হক), রংপুরের মিঠাপুকুর উপজেলার ইসলামপুরমণ্ডল গ্রামের বাসিন্দা। তারা দু’জনই একটি সয়াবিন তেলের লরিতে চালক ও সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
গত রোববার রাত ১টার দিকে বগুড়ার মহাস্থান ওভারব্রিজ পার হওয়ার পর একটি ট্রাক দিয়ে তাদের পথরোধ করে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল। তারা জোরপূর্বক লরির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং রংপুরমুখী না হয়ে জয়পুরহাটের দিকে গমন করে। পথে চালক ও হেলপারকে মারধর করে আহত অবস্থায় কালাই পৌরসভার সড়াইল এলাকার উত্তর দিকের একটি ধানক্ষেতে ফেলে দিয়ে তেলের লরি নিয়ে পালিয়ে যায়।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় লোকজন ধানক্ষেতে আহত অবস্থায় ওই দুইজনকে দেখতে পেয়ে কালাই থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, “স্থানীয়দের সহায়তায় আমরা চালক ও হেলপারকে ধানক্ষেত থেকে উদ্ধার করেছি এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর থেকে ছিনতাই হওয়া লরির সন্ধানে পুলিশ তৎপরতা চালাচ্ছে। এছাড়া সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে মামলা ও তদন্ত প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।