কালাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
জয়পুরহাটের কালাই উপজেলায় ২ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে ১০টায় কালাই উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র্যালি বের হয়ে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আক্তার জাহান। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা জনস্বাস্থ্য অফিসার আল আমিন, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান এবং কালাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তানিন সরকার। এছাড়া অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রকল্প গ্রামের সদস্য, শিক্ষার্থী এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও শামীমা আক্তার জাহান তার সমাপনী বক্তব্যে কল্যাণ রাষ্ট্র গঠনের গুরুত্ব তুলে ধরে বলেন, “দেশের মানুষ কল্যাণ রাষ্ট্রের সুফল পেলে জাতির উন্নয়ন ত্বরান্বিত হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে।”
পরিশেষে, নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।