ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালাইয়ে জমিজমা জেরে ছাত্রদলের সাধারণ সম্পাদক জখম

সুকমল চন্দ্র বর্মন কালাই, জয়পুরহাট::

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিশিবসমূদ্র গ্রামে ২ সেপ্টেম্বর রবিবার আনুমানিক সময় দুপুর ১২ টায় বাড়ীর জায়গা নিয়ে মাত্রাই ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুর আলম পিতা মোসলিম হাজী ও নুর আলমের ছেলে রানা, মৃতঃ আব্দুস সামাদের মেয়ে জরিনা, মেরিনা ও মর্জিনার সাথে ব্যাপক বাকবিতন্ডা হয়। ওই সময় সাবেক মাত্রাই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং জালাল বাড়িতে ছিলেন না।

 

সন্ধার সময় তারা বাড়িতে ফেরলে তার উক্ত তিন বোন অত্র আব্দুর রউফ ও জালালকে মাত্রাই ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি নুর আলম ও তার ছেলে রানার অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহারের কথা জানালে উল্লেখিত আব্দুর রউফ ও জালাল একই তারিখে সন্ধা প্রায় সাড়ে ৭ টার সময় উক্ত আওয়ামীলীগের সভাপতির কাছে অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহারের বিষয়টি জানতে গেলে হঠাৎ অতর্কিতভাবে নুর আলম ও তার ছেলে বড় ধারালো হাসুয়া ও ছোরা দিয়ে এলোপাথারিভাবে সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফের মাথায় চরমভাবে আঘাত হানে এবং তার ভাই জালালের ডাইন কাধের ওপরে কোপ দেওয়ায় কাধ হসকিয়ে যায়, জরিনার মাথায় ও হাতে, মেরিনার মাথায় এবং মর্জিনার নাকের উপরে আঘাত করেন।

 

ঘটনাটি ঘটেছে মাত্রাই ইউনিয়নের বলিশিবসমূদ্র গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের পশ্চিম পার্শ্বে। এলাকা সূত্রে জানা যায় উক্ত নুর আলম ও তার ছেলে রানা অত্যন্ত বদমেজাজি। আহতদের স্থানীয়রা নিকটস্থ কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত ৯ টা ২২ মিনিটে ভর্তি করান। উক্ত আব্দুর রউফ ১ নং কেবিনে, শিশু ওয়ার্ডে ৩ নং বিছানায় মর্জিনা ও ৭ নং বিছানায় জরিনা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জালাল ও মেরিনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
৫১২ বার পড়া হয়েছে

কালাইয়ে জমিজমা জেরে ছাত্রদলের সাধারণ সম্পাদক জখম

আপডেট সময় ১০:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিশিবসমূদ্র গ্রামে ২ সেপ্টেম্বর রবিবার আনুমানিক সময় দুপুর ১২ টায় বাড়ীর জায়গা নিয়ে মাত্রাই ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুর আলম পিতা মোসলিম হাজী ও নুর আলমের ছেলে রানা, মৃতঃ আব্দুস সামাদের মেয়ে জরিনা, মেরিনা ও মর্জিনার সাথে ব্যাপক বাকবিতন্ডা হয়। ওই সময় সাবেক মাত্রাই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং জালাল বাড়িতে ছিলেন না।

 

সন্ধার সময় তারা বাড়িতে ফেরলে তার উক্ত তিন বোন অত্র আব্দুর রউফ ও জালালকে মাত্রাই ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি নুর আলম ও তার ছেলে রানার অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহারের কথা জানালে উল্লেখিত আব্দুর রউফ ও জালাল একই তারিখে সন্ধা প্রায় সাড়ে ৭ টার সময় উক্ত আওয়ামীলীগের সভাপতির কাছে অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহারের বিষয়টি জানতে গেলে হঠাৎ অতর্কিতভাবে নুর আলম ও তার ছেলে বড় ধারালো হাসুয়া ও ছোরা দিয়ে এলোপাথারিভাবে সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফের মাথায় চরমভাবে আঘাত হানে এবং তার ভাই জালালের ডাইন কাধের ওপরে কোপ দেওয়ায় কাধ হসকিয়ে যায়, জরিনার মাথায় ও হাতে, মেরিনার মাথায় এবং মর্জিনার নাকের উপরে আঘাত করেন।

 

ঘটনাটি ঘটেছে মাত্রাই ইউনিয়নের বলিশিবসমূদ্র গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের পশ্চিম পার্শ্বে। এলাকা সূত্রে জানা যায় উক্ত নুর আলম ও তার ছেলে রানা অত্যন্ত বদমেজাজি। আহতদের স্থানীয়রা নিকটস্থ কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত ৯ টা ২২ মিনিটে ভর্তি করান। উক্ত আব্দুর রউফ ১ নং কেবিনে, শিশু ওয়ার্ডে ৩ নং বিছানায় মর্জিনা ও ৭ নং বিছানায় জরিনা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জালাল ও মেরিনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন।