জয়পুরহাটের কালাই উপজেলায় ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ ২০২৫) জুমার নামাজের পর কালাই আন নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কালাই বাসস্ট্যান্ড চত্বর থেকে বিশাল র্যালিটি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।
এরপর কালাই আহলে হাদিস মসজিদের খতিব ও হাতিয়র বহুমুখী কামিল মাদ্রাসার হাদিস বিভাগের প্রভাষক মাওলানা সেলিম রেজার নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালীন আন নাজাত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালাই উপজেলা শাখার নায়েবে আমির ও কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, পাঁচবিবি উপজেলার শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, কালাই ডাঁসপুকুর জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম, পাঁচশিরা জামে মসজিদের খতিব মাওলানা আইয়ুব আলী, পাঁচশিরা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ জাহাঙ্গীর আলম, কালাই পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা এনামুল হক, হারুঞ্জা মাজার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম জেহাদী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।
বক্তারা বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যদি অন্যায়ভাবে কোনো মুসলিম রাষ্ট্রে ইহুদি-খ্রিস্টানরা হামলা ও গণহত্যা চালায়, তাহলে মুসলিমদের একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
পরিশেষে মাওলানা সেলিম রেজা মানববন্ধন সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় পৌর সদরের বিভিন্ন জামে মসজিদের খতিব ও মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেন।