কালাইয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫শে মার্চ ২০২৫, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান এর সভাপতিত্বে ২৫শে মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান। তিনি বলেন, “অতীতে আমরা দীর্ঘদিন ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম। তাদের কথা অনুযায়ী আমাদের চলতে হতো। কিন্তু এখন আমরা স্বাধীনভাবে চলতে পারি, কারণ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক।”
এরপর বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন। তিনি বলেন, “১৯৭১ সালের ২৬শে মার্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি বাঙালি জাতির পথের দিশারী হিসেবে কাজ করেছে। আমাদের দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে।”
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণচন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফাহমিদা আক্তার লিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে ইউএনও মহোদয় শামীমা আক্তার জাহান বলেন, “১৯৭১ সালের ২৫শে মার্চ রাতটি ছিল অত্যন্ত ভয়াবহ এবং দুঃখ-বেদনার। পাকিস্তানি দখলদার বাহিনী নিরীহ নারী-পুরুষ ও অবুঝ শিশুর ওপর অতর্কিত হামলা চালিয়ে গণহত্যা চালায়। তারা ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে রক্তের বন্যা বইয়ে দেয়। এর পরিসমাপ্তি ঘটে ১৬ই ডিসেম্বর ১৯৭১-এ।”
এই গুরুত্বপূর্ণ আলোচনা সভার মধ্য দিয়ে গণহত্যা দিবসের তাৎপর্য সম্পর্কে সবাইকে সচেতন করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।