কালাইয়ে ইউএনওর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
জয়পুরহাটের কালাই উপজেলায় গরিব ও অসহায় মানুষের শীত নিবারণের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আক্তার জাহানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি ২০২৫) দুপুর ১২টায় উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ চত্বরে এবং সন্ধ্যায় উদয়পুর ইউনিয়নের করুমকা আবাসন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপজেলার শীতার্ত ও অসহায় মানুষদের সহায়তার লক্ষ্যে সুষ্ঠু ও মনোরম পরিবেশে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রায় শতাধিক অসহায় পরিবার শীতবস্ত্র পায়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।
অত্র এলাকার মানুষ ইউএনও শামীমা আক্তার জাহানের এমন উদ্যোগের প্রশংসা করে জানিয়েছেন, এ ধরনের সহায়তা দরিদ্র ও অসহায় মানুষের শীত নিবারণে বড় ভূমিকা রাখছে। এলাকাবাসী ইউএনও এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
এই উদ্যোগ সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের প্রতি প্রশাসনের মানবিক দায়িত্বের প্রতিফলন বলে অভিমত ব্যক্ত করেছেন স্থানীয়রা।