ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কারফিউর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

চেকপোস্ট ডেস্ক::

চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই প্রায় এক মাস পর বসতে যাচ্ছে মন্ত্রিসভার বৈঠক। ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকে দেশে চলছে নিদিষ্ট কালের জন্য কারফিউ। এ কারফিউ কত দিন চলবে তা নিয়ে আজ মন্ত্রিসভার বৈঠক থেকে সিদ্ধান্ত আসতে পারে।

আজ (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেলা ১১টায় তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সেখানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবেরাও উপস্থিত থাকতে পারেন। আন্দোলনের সময় মন্ত্রী-সচিবেরা কে কোথায় ছিলেন, তারা কে কী করেছেন, সে বিষয় আলোচনার পাশাপাশি এখন কী করণীয়, তা নিয়েও মতামত চাওয়া হতে পারে।

জানা গেছে, দেশে চলমান কারফিউ কত দিন চলবে বা কীভাবে চলবে নকল বিষয় নিয়েও আলোচনা হতে পারে আজকের মন্ত্রিসভার বৈঠকে।

কারফিউ-পরবর্তী পরিস্থিতি ও সরকারি স্থাপনায় হামলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের এবং তাদের অধীনস্থ দপ্তর ও সংস্থার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেসবের পরিসংখ্যানও চাওয়া হতে পারে আজকের বৈঠকে।

সার্বিক পরিস্থিতি আলোচনা শেষে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করে মন্ত্রী-সচিবদের নানা নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে বুধ ও বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা হয়। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার।

এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

আজ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আগামী আজও কারফিউ অব্যাহত থাকবে। সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, অর্থাৎ ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।

 

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:২৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
৫০৬ বার পড়া হয়েছে

কারফিউর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

আপডেট সময় ১১:২৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই প্রায় এক মাস পর বসতে যাচ্ছে মন্ত্রিসভার বৈঠক। ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকে দেশে চলছে নিদিষ্ট কালের জন্য কারফিউ। এ কারফিউ কত দিন চলবে তা নিয়ে আজ মন্ত্রিসভার বৈঠক থেকে সিদ্ধান্ত আসতে পারে।

আজ (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেলা ১১টায় তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সেখানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবেরাও উপস্থিত থাকতে পারেন। আন্দোলনের সময় মন্ত্রী-সচিবেরা কে কোথায় ছিলেন, তারা কে কী করেছেন, সে বিষয় আলোচনার পাশাপাশি এখন কী করণীয়, তা নিয়েও মতামত চাওয়া হতে পারে।

জানা গেছে, দেশে চলমান কারফিউ কত দিন চলবে বা কীভাবে চলবে নকল বিষয় নিয়েও আলোচনা হতে পারে আজকের মন্ত্রিসভার বৈঠকে।

কারফিউ-পরবর্তী পরিস্থিতি ও সরকারি স্থাপনায় হামলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের এবং তাদের অধীনস্থ দপ্তর ও সংস্থার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেসবের পরিসংখ্যানও চাওয়া হতে পারে আজকের বৈঠকে।

সার্বিক পরিস্থিতি আলোচনা শেষে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করে মন্ত্রী-সচিবদের নানা নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে বুধ ও বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা হয়। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার।

এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

আজ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আগামী আজও কারফিউ অব্যাহত থাকবে। সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, অর্থাৎ ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।