কাঁঠাল কিভাবে চেনবেন পাকা ও মিষ্টি, জেনে নিন সহজ পদ্ধতি

মৌসুমি ফলের বাজার এখন কাঁঠাল, আম, লিচুসহ বিভিন্ন ফলের সুবাসে ভরে গেছে। তবে অনেক সময় ক্রেতারা বাজার থেকে কাঁচা বা কম পাকা কাঁঠাল কিনে গিয়ে হতাশ হন। পাকা ও মিষ্টি কাঁঠাল বাছাই করার জন্য কয়েকটি সহজ টিপস জেনে নিন।
১. রঙ পরীক্ষা করুন: পাকা কাঁঠালের রং হলুদ হয়। যদি কাঁঠালের অনেক অংশ সবুজ থাকে, বুঝবেন এটি এখনো পাকেনি। পাকা কাঁঠালের স্বাভাবিকভাবে মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।
২. গন্ধে শনাক্ত করুন: পাকা কাঁঠালের মিষ্টি ও তীব্র গন্ধ থাকে। গন্ধ পেলে বোঝা যাবে কাঁঠালটি পাকা।
৩. হাত দিয়ে পরীক্ষা করুন: কাঁঠাল নরম হলে পাকা হওয়ার সম্ভাবনা থাকে। শক্ত কাঁঠাল কিনবেন না।
৪. কোয়া পরীক্ষা করুন: ভেঙে বা কেটে কাঁঠাল কিনলে দেখুন ভেতরের কোয়া অক্ষত ও সতেজ আছে কি না। বেশি নরম বা তুলতুলে কাঁঠাল এড়িয়ে চলুন।
৫. গাছপাকা কাঁঠাল বাছাই করুন: গাছপাকা কাঁঠাল স্বাদে সবচেয়ে সুস্বাদু। কাঁচা কাঁঠাল পরে পাকালে স্বাদ কমে যায়।
এই সাধারণ নিয়মগুলো মেনে বাজার থেকে পাকা ও মিষ্টি কাঁঠাল কেনা অনেক সহজ হবে।


























