কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত সংঘর্ষে নিহত ১২
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। বৃহস্পতিবার সকালে সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন বেসামরিক। আহত হয়েছেন আরও ৩১ জন।
থাই সেনাবাহিনী জানিয়েছে, তাদের ছয়টি এফ-১৬ যুদ্ধবিমানের একটি কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছে। তবে কম্বোডিয়া এই হামলাকে ‘সার্বভৌমত্ব লঙ্ঘন ও সামরিক আগ্রাসন’ বলে নিন্দা জানিয়েছে।
দুই দেশই একে অপরকে সংঘর্ষের জন্য দায়ী করছে। থাইল্যান্ড ইতোমধ্যে কম্বোডিয়ার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে।
আসিয়ান চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শান্তি আহ্বান জানিয়ে দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন। চীনও উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা কমাতে উদ্যোগ নেবে।
ট্যাগস :