কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক
বাগেরহাটের কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাবেক সিনিয়র সাংবাদিক জাহিদুল ইসলাম বুলুর মা যয়নাব বেগম (৯০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি গতকাল রাত ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ ৩১ জানুয়ারি জুমার নামাজের পর কচুয়া মধ্যপাড়া ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
মরহুমার মৃত্যুতে কচুয়া প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখাসহ বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেছেন।
ট্যাগস :