কক্সবাজারে গুলি করে সাবেক কাউন্সিলর নিহত
কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে ঝাউবাগানে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানি টিপু (৫৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টায় এ ঘটনা ঘটে। নিহত রব্বানির বাড়ি খুলনার দৌলতপুরের দিয়ানা গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাতে সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের কাঠের সেতুর পাশে হাঁটছিলেন গোলাম রব্বানি। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলি লেগে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
ইজিবাইক চালক আব্দুস সালাম জানান, গুলির শব্দ শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে রব্বানিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, রব্বানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং হত্যার কারণ অনুসন্ধান করছে। টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে এবং সমুদ্র সৈকতের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নিহত গোলাম রব্বানি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই হত্যাকাণ্ডের পেছনে পুরনো শত্রুতার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য কাজ করছে।