ওয়েস্ট ইন্ডিজকে লজ্জায় ডুবিয়ে অস্ট্রেলিয়ার ৮–০ ব্যবধানে সিরিজ জয়
টেস্ট সিরিজে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারা ওয়েস্ট ইন্ডিজ এবার টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারল না। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো ক্যারিবীয়রা। এর ফলে পূর্ণাঙ্গ সিরিজে অস্ট্রেলিয়া জয় তুলে নিল ৮–০ ব্যবধানে।
আজ (মঙ্গলবার) সেন্ট কিটসে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৭০ রান। জবাবে মিচেল মার্শের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ৩ উইকেট ও ১৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে সিরিজের প্রথম চার ম্যাচে তারা যথাক্রমে ৩, ৮, ৬ ও ৩ উইকেটে জয় পেয়েছিল।
এই সিরিজ জয়ের মাধ্যমে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া—যা ফরম্যাটটির ইতিহাসে মাত্র দ্বিতীয়বার ঘটল। এর আগে ২০২০ সালে ভারত নিউজিল্যান্ড সফরে ৫–০ ব্যবধানে জিতেছিল। এবার সেই কীর্তিতে ভাগ বসাল অজিরা।
এক সফরে সব সংস্করণ মিলিয়ে শতভাগ জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ভারত ৯–০ ব্যবধানে সিরিজ জিতে প্রথম স্থানে রয়েছে। এবার ক্যারিবীয় সফরে টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে ৮ ম্যাচেই জয় পেল অস্ট্রেলিয়া।
এর আগে ২০০৫ সালে নিউজিল্যান্ড সফরে অস্ট্রেলিয়া ৮ জয় ও ১ ড্র নিয়ে ফিরেছিল। ১৯৮৩ সালে ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজও ৮ জয় ও ৩ ড্র করেছিল, তবে তাদের জয়ের হার ছিল শতভাগ নয়।