ওয়ালটন এসি কিনে খুলনার মিঠুন দত্ত হয়ে উঠলেন লাখপতি, হাতে পেলেন ১০ লাখ টাকার চেক
বাংলাদেশের ইলেকট্রনিক্স বাজারে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন আজ একটি আস্থার নাম। সময়ের সাথে সাথে শুধু পণ্য বিক্রি নয়, বরং গ্রাহক সন্তুষ্টি অর্জনেও প্রতিষ্ঠানটি একটি ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছে। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় খুলনার খালিশপুরের স্বর্ণ ব্যবসায়ী মিঠুন দত্ত সম্প্রতি হয়ে উঠেছেন লাখপতি।
একটি এসি ক্রয়ের মাধ্যমে তিনি জিতে নিয়েছেন ১০ লাখ টাকার পুরস্কার, যা তার পরিবারে এনেছে আনন্দের নতুন দিগন্ত। মিঠুন দত্ত পাম্পি জুয়েলার্স নামে স্থায়ীভাবে পরিচালিত একটি স্বর্ণের দোকানের মালিক।
গত ১৬ এপ্রিল ২০২৫, খুলনার খালিশপুর ওয়ালটন প্লাজা থেকে তিনি ৯৫,৯৯০ টাকামূল্যের ওয়ালটন ব্র্যান্ডের একটি দুই টনের এসি ক্রয় করেন। ডাউন পেমেন্ট হিসেবে প্রদান করেন ২৬,৭০০ টাকা। ওয়ালটনের নিয়মিত প্রক্রিয়া অনুসারে, এসি ক্রয়ের সঙ্গে সঙ্গে তার নাম, মোবাইল নম্বর ও পণ্যের মডেল ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন করা হয়।
এর তিন দিন পর, ১৯ এপ্রিল মিঠুন দত্তের মোবাইলে আসে আশ্চর্য এক বার্তা—ওয়ালটনের পক্ষ থেকে ১০ লাখ টাকা পুরস্কার জেতার শুভেচ্ছা। প্রথমে তিনি বিষয়টিকে অবিশ্বাস্য মনে করলেও, ওয়ালটনের অফিসিয়াল ফোন নিশ্চিত করে তার সৌভাগ্যের বাস্তবতা।
গতকাল খুলনার চিত্রালী শ্রমিক ভবন মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের হাত থেকে আনুষ্ঠানিকভাবে ১০ লাখ টাকার চেক গ্রহণ করেন মিঠুন দত্ত। অনুষ্ঠানে ওয়ালটনের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিঠুন দত্ত বলেন, “এমন পুরস্কার পাওয়ার কথা কখনো কল্পনাও করিনি। ওয়ালটন আমার জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই অর্থ দিয়ে গ্রামে জমি কেনার ইচ্ছে রয়েছে।”
তার স্ত্রী সরস্বতী দত্ত বলেন, “শুরুতে আমরা বিশ্বাস করতে পারিনি। তবে ওয়ালটনের প্রতি আমাদের ছিল অগাধ আস্থা। এ অভিজ্ঞতা আমাদের জীবনের অন্যতম সেরা মুহূর্ত।”