ওবায়দুল কাদেরের দেখা মিললো কলকাতায়!
বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। তাকে শুক্রবার (১১ এপ্রিল) কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখতে পান এক বাংলাদেশি।
এই তথ্যটি জানা গেছে গাজী নাসির উদ্দীন আহমেদ নামক একজন সাংবাদিকের ফেসবুক পোস্ট থেকে, যিনি জানান, তার বন্ধু অ্যাপোলো হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশীষ ব্যানার্জীর কাছে চিকিৎসা নিতে গিয়েছিলেন। অপেক্ষার পর হাসপাতালের রুমের কপাট খুলে বের হয়ে আসেন একজন ভদ্রলোক, যিনি আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরেছিলেন। তিনি বলেন, “ওবায়দুল কাদের না!” এরপর ওবায়দুল কাদের মাস্ক পরিয়ে দ্রুত রুম থেকে বের হয়ে যান।
গাজী নাসির উদ্দীন আহমেদ ফেসবুকে লেখেন, “প্রথমে চিনতে পারিনি, পরে বুঝলাম তিনি ওবায়দুল কাদের। দেখে মনে হয়েছে, তিনি সুস্থ আছেন।”
এটি এমন এক সময়ে ঘটল, যখন অওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদের কোথায় আছেন এবং তার শারীরিক অবস্থা কেমন—এ বিষয়ে নানা প্রশ্ন উঠছিল। শোনা গিয়েছিল, তিনি ভারতে চলে গেছেন, যা গত বছরের নভেম্বরে প্রমাণিত হয়, যখন তিনি শিলং হয়ে কলকাতায় পৌঁছান।
বর্তমানে রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে নানা গুঞ্জন চলছে, তবে তার কলকাতায় থাকার বিষয়ে সঠিক তথ্য মেলেছে এবার।