ঐতিহাসিক কাচারী শাহী মসজিদ ও মাঠ রক্ষায় জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা
জামালপুর জেলার প্রাণকেন্দ্রে ৬০-এর দশকে স্থাপিত ঐতিহাসিক কাচারী শাহী জামে মসজিদ ও সংলগ্ন মাঠ বর্তমানে মাদকসেবী ও অবৈধ দখলদারদের দখলে চলে যাওয়ার পথে। এই অবস্থায় জেলা প্রশাসকের কাছে মাঠটিকে ঈদগাহ রূপে সংরক্ষণ ও সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, মডেল মসজিদ নির্মাণের সময় সংশ্লিষ্ট ঠিকাদার, তৎকালীন প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানে একটি সৌন্দর্য্যপূর্ণ ঈদগাহ মাঠ নির্মাণের। জানাজা ও ঈদের জামাতের উপযোগী করে তুলবে বলে আশ্বাস দিয়েছিলেন তাঁরা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।
বর্তমানে পরিত্যক্ত মসজিদ ঘরটিতে থাকা ১২টি এসি, ৩০টি ফ্যানসহ বহু মূল্যবান সামগ্রী অচল হয়ে পড়েছে এবং অনেক কিছু চুরি হয়ে গেছে। বিদ্যুতের প্রায় ১০ লক্ষ টাকার বকেয়া বিলও পরিশোধ হয়নি।
স্থানীয়দের দাবি, পরিত্যক্ত সামগ্রী বিক্রি করে বকেয়া বিল পরিশোধ এবং অতিরিক্ত অর্থ দিয়ে ঈদগাহ মাঠ নির্মাণ সম্ভব। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জায়গাটি সুরক্ষিত করারও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তাদের প্রস্তাব-পরিত্যক্ত ঘর ও সামগ্রী বিক্রি করে বিদ্যুৎ বিল পরিশোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিরাপত্তা দেয়াল নির্মাণ, “কাচারী শাহী ঈদগাহ মাঠ” নামে নামকরণ ও একটি পরিচালনা কমিটি গঠন, আসন্ন ঈদুল আযহায় এখানে ঈদের জামাত আয়োজন।
এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে এসব দাবির দ্রুত বাস্তবায়ন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন। তাঁরা বলেন, “আমরা চাই না রাস্তায় নামতে, চাই না বিভ্রত করতে—শুধু চাই ধর্মীয় ও ঐতিহাসিক মূল্যবোধ রক্ষায় সম্মানজনক সমাধান।”