এসএসসি পরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের একগুচ্ছ নির্দেশনা
আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় একগুচ্ছ নির্দেশনা দিয়েছে। এর মধ্যে অন্যতম নির্দেশনা হলো প্রশ্নফাঁস ও গুজব ঠেকাতে আগামী ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।
এছাড়াও, প্রশ্নফাঁস ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হবে। পরীক্ষার প্রশ্নের উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এসব নির্দেশনা বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য কোচিং সেন্টার বন্ধ রাখা হবে এবং পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।
এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব বা এ কাজে তৎপর চক্রগুলোর বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানো হবে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে সব ফটোকপি মেশিনও বন্ধ থাকবে পরীক্ষার সময়।
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্র প্রবেশ করতে হবে। বিলম্বে আসা পরীক্ষার্থীদের নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ রেজিস্টারে উল্লেখ করতে হবে।
এছাড়া, পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না।
এবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ এবং ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অংশ নেবে।