এসএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সময় সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা শিক্ষা বোর্ডে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য নির্ধারিত হয়েছে একাধিক ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা। পরীক্ষাসংশ্লিষ্ট যেকোনো তথ্য, জিজ্ঞাসা বা অভিযোগ জানাতে ব্যবহার করা যাবে নিচের যোগাযোগ মাধ্যম:
-
ফোন নম্বর: ০২-২২৩৩৬৯৮১৫
-
মোবাইল নম্বর: ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২
-
ই-মেইল: [email protected]
এবারের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। মোট কেন্দ্র ২ হাজার ২৯১টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৮ হাজার ৮৪টি।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা নেওয়া হবে ৭২৫টি কেন্দ্রে, অংশ নিচ্ছে ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠান।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
পরীক্ষার সময় যেকোনো অনিয়ম বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।