ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী

চেকপোস্ট প্রতিবেদক::

সারাদেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে একযোগে বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হয়। চলবে আগামী ১৩ মে পর্যন্ত। এরপর ১৫ থেকে ২২ মে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবছর সারাদেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্রী সংখ্যা ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য ১৪টি নির্দেশনা দিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে—পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা বাধ্যতামূলক, প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুসরণে পরীক্ষা গ্রহণ, বহুনির্বাচনি অংশ আগে এবং পরে সৃজনশীল অংশ পরীক্ষা অনুষ্ঠিত হবে (কোনো বিরতি ছাড়াই), প্রবেশপত্র আগেই সংগ্রহ করতে হবে, এবং পরীক্ষার সব অংশে পৃথকভাবে পাস করতে হবে।

এছাড়া পরীক্ষার্থীরা কেবল নিবন্ধন করা বিষয়েই অংশ নিতে পারবে এবং কেউ নিজ বিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ, কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না।

পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে বলেও জানিয়েছে বোর্ড।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্নফাঁস রোধ এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয়ে কাজ করছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:১৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
৫২০ বার পড়া হয়েছে

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী

আপডেট সময় ১০:১৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

সারাদেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে একযোগে বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হয়। চলবে আগামী ১৩ মে পর্যন্ত। এরপর ১৫ থেকে ২২ মে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবছর সারাদেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্রী সংখ্যা ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য ১৪টি নির্দেশনা দিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে—পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা বাধ্যতামূলক, প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুসরণে পরীক্ষা গ্রহণ, বহুনির্বাচনি অংশ আগে এবং পরে সৃজনশীল অংশ পরীক্ষা অনুষ্ঠিত হবে (কোনো বিরতি ছাড়াই), প্রবেশপত্র আগেই সংগ্রহ করতে হবে, এবং পরীক্ষার সব অংশে পৃথকভাবে পাস করতে হবে।

এছাড়া পরীক্ষার্থীরা কেবল নিবন্ধন করা বিষয়েই অংশ নিতে পারবে এবং কেউ নিজ বিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ, কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না।

পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে বলেও জানিয়েছে বোর্ড।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্নফাঁস রোধ এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয়ে কাজ করছে।