এসএসসিতে জিপিএ-৫ অর্জনকারীদের হাতে বাংলাদেশ পুলিশের মেধাবৃত্তি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান জনাব বাহারুল আলম বিপিএম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে জামালপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩ এর ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সম্মানিত সভাপতি ও সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট তুলে দেন।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার (নন-পুলিশসহ) কর্মকর্তা ও কর্মচারীদের মেধাবী সন্তান যারা ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন করেছেন, তাদের এই বৃত্তি প্রদান করা হয়।
জামালপুর জেলার মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মোঃ রিয়াদ আহম্মেদ, নূর আহমদ, মোছাঃ তাশসিফা আক্তার, আফরিন আক্তার, মোছাঃ লামিয়া ইয়াসমিন লিমা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জনাব মোঃ নজরুল ইসলাম, আরওআই, পুলিশ অফিস, জামালপুর জনাব এস. এম. আনোয়ার নাসিম, ডিআইও-১, জামালপুর জনাব মোঃ এশারত আলী, আরও-১, জামালপুর
বক্তারা বলেন, মেধাবৃত্তি শুধু শিক্ষার্থীদের অনুপ্রেরণা নয়, বরং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ পুলিশের এক অনন্য উদ্যোগ।