এয়ারপোর্টে স্বামীর গায়ে হাত তুললেন সোনাক্ষী!
বলিউডের আলোচিত তারকা দম্পতি সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল প্রায়ই মজার খুনসুটির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন আলোচনায়। তবে এবার সেই খুনসুটিই যেন একটু বাড়াবাড়িতে রূপ নিল! বিমানবন্দরের মতো জনবহুল জায়গায় স্বামীর গায়ে হাত তুলতে দেখা গেল সোনাক্ষীকে। আর তা নিয়ে সরগরম নেটপাড়া।
ঘটনার সূত্রপাত একটি ভিডিও ঘিরে, যা সোনাক্ষী নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা যায়, সোনাক্ষী একটি স্যুটকেসের ওপর পা রেখে জুতোর ফিতা বাঁধছিলেন। এমন সময় পেছন থেকে এসে মজা করতে গিয়ে জহির ইকবাল সেই স্যুটকেসে হঠাৎ লাথি মারেন। ধাক্কায় সোনাক্ষী প্রায় পড়ে যেতে বসেন। সঙ্গে সঙ্গেই ক্ষিপ্ত হয়ে জহিরের গায়ে হাত তোলেন তিনি, এবং কড়া ভাষায় তিরস্কার করেন।
ভিডিওটি দেখে অনেক নেটিজেন মন্তব্য করেছেন—সোনাক্ষীকে সত্যিই বিরক্ত ও রেগে যেতে দেখা গেছে। কেউ কেউ বলেন, তিনি অশালীন ভাষাও ব্যবহার করেছেন।
তবে পুরো ঘটনাটিই যে মজার ছলে ঘটেছে, সেটাও স্পষ্ট। তা সত্ত্বেও এমন কাণ্ড প্রকাশ্যে ঘটায় অনেকে প্রশ্ন তুলেছেন—বছর ঘুরতে না ঘুরতেই কী তবে সম্পর্কে টানাপোড়েন শুরু?
প্রসঙ্গত, সাত বছরের প্রেমের পর গত বছরের ২৩ জুন আইনি বিয়ের মাধ্যমে একে অপরের জীবনসঙ্গী হন সোনাক্ষী ও জহির। ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় প্রথমদিকে পরিবারে কিছুটা বাধা থাকলেও সব কিছু অতিক্রম করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।