এবার সুহানার মা হচ্ছেন দীপিকা!
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ২০০৭ সালে সিনেমা জগতে পা রেখেছিলেন এবং তার ক্যারিয়ার সময়ের সঙ্গে সঙ্গে চমৎকারভাবে বেড়ে উঠেছে। তার অভিনয় এবং জনপ্রিয়তার কথা বললেই তার অনেক চরিত্রের কথা মনে পড়ে। তবে এবার নতুন এক চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন তিনি—সুহানা খানের মায়ের চরিত্রে।
দীপিকা সম্প্রতি জানিয়ে দিয়েছেন, তিনি শাহরুখ খানের কন্যা সুহানার মায়ের চরিত্রে অভিনয় করবেন আসন্ন সিনেমা ‘কিং’-এ। যদিও দীপিকা এখানে ক্যামিও চরিত্রে থাকবেন, তবে তার চরিত্রটি কাহিনিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শাহরুখ খান এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ দুজনেই দীপিকাকে এই চরিত্রে পছন্দ করেছিলেন, এবং দীপিকা চমৎকারভাবে প্রস্তাবটি গ্রহণ করেন, যদিও তার স্ক্রীন টাইম খুব বেশি হবে না।
এটি দীপিকার প্রথমবারের মতো পর্দায় এক যুবতী কন্যার মা হওয়ার ঘটনা। এর আগে দীপিকা ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন, তবে এই নতুন চরিত্রটি অনেকটাই আলাদা।
‘কিং’ ছবিটি একটি অ্যাকশন থ্রিলার হতে চলেছে এবং এতে সুহানা খান অভিনয় করছেন। ছবির প্রি প্রোডাকশন চলছে এবং শ্যুটিং সম্ভবত পরবর্তী মাসে শুরু হবে। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা।
এটি দীপিকা এবং শাহরুখের ছয় নম্বর সিনেমা এবং তাদের পরপর তিন নম্বর সিনেমা হতে চলেছে ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর পর।