এবার রোজা হতে পারে ৩০টি, বলছেন জ্যোতির্বিদেরা
আগামী ২৯ মার্চ আরব দেশগুলোর কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের গবেষকরা। এর মানে হল যে, এই বছর রোজা ৩০টি পূর্ণ হতে পারে এবং ঈদুল ফিতর আগামী ৩১ মার্চ (সোমবার) আরব দেশগুলোতে উদযাপিত হতে পারে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বিশেষজ্ঞরা বলেছেন, ২৯ মার্চ (শনিবার) শাওয়াল মাসের চাঁদ দেখা সম্ভব নয়। এর ফলে, ওই দিন কোনো দেশের আকাশে চাঁদ দেখা গেলে, তা বৈজ্ঞানিক ও পর্যবেক্ষণযোগ্য প্রমাণের বিরোধিতা করবে। কারণ, ২৯ মার্চ ওই অঞ্চলের আকাশে আংশিক সূর্যগ্রহণও দেখা যাবে, যা একটি নিশ্চিত প্রমাণ যে ওই সময় বা পরবর্তী সময়ে চাঁদ দেখা সম্ভব নয়।
সূর্যগ্রহণ সেই সময়ে দৃশ্যমান হবে, যা পশ্চিম আরবের বিভিন্ন দেশ যেমন মৌরিতানিয়া, মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়ার কিছু অংশ থেকে পরিষ্কারভাবে দেখা যাবে। সূর্যগ্রহণ এক ধরনের বৈজ্ঞানিক ঘটনাবলী যা প্রাকৃতিকভাবে নিশ্চিত করে যে ওই সময়ে চাঁদ দেখা যাবে না।
তবে, বিশ্বের কোথাও না কোথাও চিরায়ত পদ্ধতিতে চাঁদ দেখার পর ঈদ পালনের ঘোষণা আসতে পারে। এমনটা হয়তো কিছু অঞ্চলে ঘটে যেখানে চাঁদ দেখার ব্যাপারে আঞ্চলিক ঐতিহ্য অনুসরণ করা হয়।
এ পরিস্থিতিতে, ৩১ মার্চ ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রোজা ৩০টি পূর্ণ হওয়াই এখন সম্ভাব্য।