এডিবি অনুমান: ২০২৬ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ
এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের সাম্প্রতিক “এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক” (এডিও) প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হবে এবং ২০২৬ সালে বেড়ে ৫ শতাংশে দাঁড়াবে।
প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক রপ্তানি স্থিতিশীল থাকলেও রাজনৈতিক পরিবর্তনের কারণে ধীর প্রবৃদ্ধির সম্ভাবনা রয়ে গেছে। এছাড়া বারবার বন্যা, শিল্প মালিক-শ্রমিক বিরোধ এবং উচ্চ মুদ্রাস্ফীতি দেশীয় চাহিদা কমিয়েছে।
এডিবি আরও জানায়, ভবিষ্যতের প্রবৃদ্ধি নির্ভর করবে ব্যবসায়িক পরিবেশ উন্নত করা এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর। কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং উল্লেখ করেছেন, মার্কিন শুল্কের প্রভাব এখনও স্পষ্ট নয়, তবে ব্যাংকিং খাতে দুর্বলতা রয়ে গেছে।
প্রতিবেদনে ২০২৫ অর্থবছরে মুদ্রাস্ফীতি ১০ শতাংশে পৌঁছাতে পারে বলে উল্লেখ করা হয়েছে। জিডিপি সামান্য বৃদ্ধির সঙ্গে বাণিজ্য ব্যবধান সংকুচিত এবং শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ তা সমর্থন করবে। ২০২৬ অর্থবছরে ভোগ বৃদ্ধি প্রধান চালিকাশক্তি হিসেবে থাকবে। তবে বিনিয়োগকারীদের সতর্কতা ও বিশ্ববাজারে শুল্ক বৃদ্ধির কারণে রপ্তানি ও বিনিয়োগে প্রভাব পড়বে।
এডিবি একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি সমর্থন করে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এ ব্যাংকের ৬৯টি সদস্য দেশ রয়েছে।