দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাটের বীজ আমদানি শুরু হয়েছে। গত এক সপ্তাহে দুই হাজার ৫০০ মেট্রিক টন পাট বীজ আমদানি করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংরক্ষণ সঙ্গ নিরোধ কর্মকর্তা ইউসুফ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেসার্স মমিনুল এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্র থেকে পাট বীজ আমদানি করছে। ১৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে পাট বীজ আমদানি শুরু হয়।
স্থলবন্দর সূত্রে জানা যায়, ১৩ মার্চ ভারতীয় ২৯ গাড়িতে ৭২৮ মেট্রিক টন, রোববার ৩২ ট্রাকে ৭৩৬ মেট্রিক টন, সোমবার ৯ ট্রাকে ২১৬ মেট্রিক টন, মঙ্গলবার ১৬ ট্রাকে ৩৭৯ মেট্রিক টন, বুধবার ১২ ট্রাকে ২৪৯ মেট্রিক টন এবং গতকাল বৃহস্পতিবার ৮ ট্রাকে ২১২ মেট্রিক টন পাট বীজ আমদানি করা হয়েছে।
আমদানিকারক মমিনুল ইসলাম জানান, দেশের বাজারে পাট বীজের চাহিদা থাকায় প্রায় এক বছর পর এ বন্দর দিয়ে আবারও পাট বীজ আমদানি শুরু হয়েছে। এসব বীজ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.