গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় প্রতিবাদ জানাতে, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন তারিখ অনুযায়ী কনসার্টটি আগামী শুক্রবার (১১ এপ্রিল) নয়, বরং শনিবার (১২ এপ্রিল) সার্বজনীনভাবে উদযাপিত হবে।
এই কনসার্টটি ঢাকাসহ চার বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে, যার মধ্যে ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে, চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে, খুলনায় জেলা স্টেডিয়ামে এবং বগুড়ায় আলতাফুন্নেছা খেলার মাঠে কনসার্টের আয়োজন করা হবে।
কনসার্টে অংশগ্রহণ করবেন দেশের শীর্ষ সংগীতশিল্পীরা এবং ব্যান্ড দলগুলো। ঢাকা কনসার্টে পারফর্ম করবেন নগর বাউল জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, পাওয়ারসার্জ, আফটার ম্যাথসহ আরো অনেক শিল্পী। চট্টগ্রামে মাইলস, সোলস, লালন, সাবকনসাস ও অন্যান্য শিল্পীরা পরিবেশন করবেন। খুলনা এবং বগুড়াতেও ব্যাপক শিল্পী ও ব্যান্ডের উপস্থিতি থাকবে।
এই সিদ্ধান্তের মাধ্যমে, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে এবং শহীদ ও যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে চায়।