উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন চলমান এইচএসসি পরীক্ষার আজকের (১৮ জুলাই, শুক্রবার) দিনটির পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৫ এর ১৮ জুলাই তারিখের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরবর্তীতে এই পরীক্ষার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।”
উল্লেখ্য, পরীক্ষা পুনঃনির্ধারণ সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অঞ্চল/উপকেন্দ্রগুলোর মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ট্যাগস :