নদী সেতু ও সার্বিক উন্নয়নের দাবি
উত্তর সুরমা স্বতন্ত্র উপজেলা: গণস্বাক্ষর কর্মসূচি শেষ পর্যায়ে

সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমা স্বতন্ত্র উপজেলা বাস্তবায়নের জন্য গণস্বাক্ষর কর্মসূচি শেষ পর্যায়ে পৌঁছেছে। উত্তর সুরমা উন্নয়ন পরিষদের উদ্যোগে এই কর্মসূচিতে ১০ হাজার স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে। ইতোমধ্যে ৫ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।
কর্মসূচি সদর উপজেলার হালুয়াঘাট, ধারারগাও এবং অন্যান্য ইউনিয়নের জনবহুল এলাকায় অনুষ্ঠিত হয়েছে। সদস্য সচিব সামসুল আলম রাসেল জানিয়েছেন, এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক। এর মূল লক্ষ্য হলো সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়ন নিয়ে স্বতন্ত্র উপজেলা বাস্তবায়ন এবং সুরমা নদীর উপর সেতু, ডলুরা শুল্ক স্টেশন ও সার্বিক উন্নয়নের দাবিকে বাস্তবে রূপ দেওয়া।
স্থানীয়রা জানাচ্ছেন, নদী পারাপারে গুরুতর অসুবিধা হচ্ছে। বিশেষ করে ছাত্রছাত্রী, বৃদ্ধ ও রোগীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ। স্থানীয়রা আশা করছেন, স্বতন্ত্র উপজেলা ও সুরমা সেতু নির্মাণের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে।
সামসুল আলম রাসেল বলেন, “আমরা সংগঠনের মাধ্যমে ১০ হাজার স্বাক্ষর সংগ্রহ করে কর্তৃপক্ষের নিকট আমাদের দাবিগুলো উপস্থাপন করব। আমাদের লক্ষ্য হলো উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।”






















