উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীমের শোক প্রকাশ
ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম।
এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, বিশেষ করে শিশু শিক্ষার্থীরা, তাদের আত্মার শান্তি কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। যাদের অঙ্গহানি হয়েছে, তাদের চিকিৎসা ও পুনর্বাসনে যেন সব ধরনের সহায়তা নিশ্চিত করা হয়, সে দাবিও জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন মানসিকভাবে শক্ত থেকে এই কঠিন সময় অতিক্রম করতে পারেন, সে জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।”
কৃষিবিদ শামীম সরকারের প্রতি আহ্বান জানান, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিকভাবে দাঁড়ানোর।