উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১ জন
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্তত ১৭১ জন।
সোমবার (২১ জুলাই) রাত ৮টা ৪৯ মিনিটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতওয়ার তালিকা ও হতাহতের বিবরণ নিচে তুলে ধরা হলো—
১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই
২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ২
৩. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩, নিহত ১
৪. সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২
৫. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১, নিহত ২
৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত ১১, নিহত ২
৭. উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১
৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই
এই ৮টি হাসপাতালে মোট আহত ১৭১ জন, যাদের অনেকেই এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে আঘাত হানে। ওই সময় চলছিল ক্লাস, ফলে বিপুলসংখ্যক শিশু-কিশোর শিক্ষার্থী এ দুর্ঘটনায় আহত হন।
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে চলছে শোকের ছায়া।