উত্তরায় বিমান বিধ্বস্তে ১৯ জন নিহত, আহত অর্ধশতাধিক
বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। কিছু সময় পরই সেটি উত্তরার মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। বিমান বিধ্বস্তের সঙ্গে সঙ্গে ভবনটিতে আগুন ধরে যায় এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। বিকেল পৌনে ৫টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
আইএসপিআর (আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমানটি বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, সশস্ত্র বাহিনী এবং স্থানীয় জনতা উদ্ধার অভিযানে অংশ নেয়। ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে চালানো হচ্ছে তল্লাশি।
এ ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আতঙ্কিত অভিভাবকরা ছুটে আসছেন স্কুলের সামনে। মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় অনেক শিক্ষার্থী ভবনে উপস্থিত ছিল।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের জন্য সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।