ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের একদফা দাবীর মুখে প্রধান শিক্ষক বরখাস্ত

আব্দুল্লাহ আল নোমান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি::

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের একদফা দাবীর মুখে মরিচারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরাফ উদ্দিন কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নে অবস্থিত মরিচারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শরাফ উদ্দিন এর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দূর্নীতি, আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ এনে পদত্যাগের এক দফা দাবীতে বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীরা দীর্ঘ ১৫দিন ধরে আন্দোলন করে আসছে। প্রশাসনের হস্তক্ষেপেও যা নিয়ন্ত্রণ আসেনি। উপর্যপরি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ০২ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি তথা ১৫ (পনেরো) দিন যাবৎ লাগাতার আন্দোলন, বিক্ষোভ, মিছিল, ক্লাশ বর্জন প্রশাসনের নিকট স্মারকলিপি দাখিল ও অবস্থান কর্মসূচিসহ প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের কক্ষে তালা লাগানোর মতো ঘটনা ঘটায়।

এরি প্রেক্ষিতে বিদ্যালয়টিতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসন কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এর মধ্যে ৯সেপ্টেম্বর ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু বিদ্যালয়টিতে বিদ্যমান বিশৃঙ্খল পরিস্থিতির কারণে প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে পারেনি।

বিষয়টি নিয়ে বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার কোন পরিবেশ না থাকায় প্রতিষ্ঠানটিতে দ্রুত শৃঙ্খলা ও শিক্ষার্থীদের কে ক্লাসে ফিরাতে, ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্তে মরিচারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরাফ উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করে বিদ্য্যলয়টির সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ ফরিদ আহাম্মেদ কে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক অফিসার ও তদন্ত কমিটির প্রধান আশরাফুল ইসলাম জানান, গত ১৫ তারিখ বিষয়টি নিয়ে ঘোষিত তদন্ত কমিটি বিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ০২ (দুই) ঘন্টা অবস্থান করলেও প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ থাকার কারণে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা যায়নি।

তবে অন্যান্য শিক্ষকদের সাথে আলোচনা করে জানা যায়, প্রধান হিসেবে প্রধান শিক্ষকের সাথে অন্যান্য শিক্ষক/কর্মচারীর সমন্বয়হীনতা এবং তিনি প্রতিষ্ঠানটির সুষ্ঠু ব্যবস্থাপনা ও নেতৃত্ব প্রদানে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন যা আমাদের চোখে দৃশ্যমান হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি সারমিনা সাত্তার বলেন, তদন্ত কমিটির কাজ শেষ হয়নি কিন্তু বিদ্যালয়টির শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে প্রধান শিক্ষক কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:১৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
৫০৪ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের একদফা দাবীর মুখে প্রধান শিক্ষক বরখাস্ত

আপডেট সময় ১০:১৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের একদফা দাবীর মুখে মরিচারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরাফ উদ্দিন কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নে অবস্থিত মরিচারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শরাফ উদ্দিন এর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দূর্নীতি, আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ এনে পদত্যাগের এক দফা দাবীতে বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীরা দীর্ঘ ১৫দিন ধরে আন্দোলন করে আসছে। প্রশাসনের হস্তক্ষেপেও যা নিয়ন্ত্রণ আসেনি। উপর্যপরি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ০২ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি তথা ১৫ (পনেরো) দিন যাবৎ লাগাতার আন্দোলন, বিক্ষোভ, মিছিল, ক্লাশ বর্জন প্রশাসনের নিকট স্মারকলিপি দাখিল ও অবস্থান কর্মসূচিসহ প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের কক্ষে তালা লাগানোর মতো ঘটনা ঘটায়।

এরি প্রেক্ষিতে বিদ্যালয়টিতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসন কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এর মধ্যে ৯সেপ্টেম্বর ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু বিদ্যালয়টিতে বিদ্যমান বিশৃঙ্খল পরিস্থিতির কারণে প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে পারেনি।

বিষয়টি নিয়ে বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার কোন পরিবেশ না থাকায় প্রতিষ্ঠানটিতে দ্রুত শৃঙ্খলা ও শিক্ষার্থীদের কে ক্লাসে ফিরাতে, ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্তে মরিচারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরাফ উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করে বিদ্য্যলয়টির সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ ফরিদ আহাম্মেদ কে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক অফিসার ও তদন্ত কমিটির প্রধান আশরাফুল ইসলাম জানান, গত ১৫ তারিখ বিষয়টি নিয়ে ঘোষিত তদন্ত কমিটি বিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ০২ (দুই) ঘন্টা অবস্থান করলেও প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ থাকার কারণে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা যায়নি।

তবে অন্যান্য শিক্ষকদের সাথে আলোচনা করে জানা যায়, প্রধান হিসেবে প্রধান শিক্ষকের সাথে অন্যান্য শিক্ষক/কর্মচারীর সমন্বয়হীনতা এবং তিনি প্রতিষ্ঠানটির সুষ্ঠু ব্যবস্থাপনা ও নেতৃত্ব প্রদানে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন যা আমাদের চোখে দৃশ্যমান হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি সারমিনা সাত্তার বলেন, তদন্ত কমিটির কাজ শেষ হয়নি কিন্তু বিদ্যালয়টির শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে প্রধান শিক্ষক কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।