ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে মদবাহী প্রাইভেট কারের ধ্বাক্কায় আহত অন্তত ১৫

আব্দুল্লাহ আল নোমান, ঈশ্বরগঞ্জ::

গতকাল ১৪ মে ( বুধবার) রাত আটটায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী ঈশ্বরগঞ্জ পৌরবাজার অতিক্রম করার সময়, ঈশ্বরগঞ্জ পৌরবাজার ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ গেইটের সামনে পথচারী, ও ইজিবাইকে থাকা যাত্রী সহ রাস্তার পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা যুবক সহ অন্তত ১৩ জনকে আহত করে, চরহোসেনপুর মাদ্রাসার সামনে এসে রাস্তার পাশে থাকা অটো রাইছমেইলের দুই শ্রমিক কে আহত করে, আহতদের কে স্হানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পড়ে গাড়িটি চরহোসেনপুর মাদ্রাসা সংলগ্ন রাস্তার পাশে থাকা বিদ্যুৎ এর খুঁটিতে ধাক্কা খেয়ে রাস্তার মাঝে ছিটকে পড়েন। তখন গাড়িতে থাকা গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। এসময় গাড়িতে থাকা বিদেশী মদের বোতল উৎসুক জনতা নিয়ে যায়। তৎক্ষনীক খবর পেয়ে গণনাস্থল পরিদর্শন করেন, উপজেলা ভূমি নির্বাহী কর্মকর্তা, ইকবাল হোসেন। উপস্থিত হন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, ওসি তদন্ত সহ তার সঙ্গীয় ফোর্স। তখন রাস্তার মাঝে ছিটকে পড়া মদবাহী ঘাতক প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে সাংবাদিকদের উপস্থিতি তে প্রাইভেট কারের পিছনের ব্যাক ডালা খুলে ৫৬ টি বিদেশী মদের বোতল উদ্ধার করে। থানাপুলিশ সূত্র জানায়, প্রাইভেটকারের চালক গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাঙ্গাটি কেউরাবজারের মো. জসিম উদ্দিনের ছেলে মো. রোকনুজ্জমান (৩০)। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সুমেস্বরী ব্রিজের নিচ থেকে মদের কার্টুন ভর্তি করে ভালুকার সিডস্টোর যেতে চেয়েছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, প্রয়োজনের অতিরিক্ত মদ খেয়ে রাস্তা ভূল করে এ রোডে গাড়ী নিয়ে চলে আসেন এ চালক। পথিমধ্যে মনে করছিলেন পিছনে কেউ তার গাড়ী ধাওয়া করছে, এ ভেবে তার গাড়ীর গতি বারিয়ে দেন।
।এ ঘটনায় চালক কে আটক সহ ঢাকা মেট্রো গ -২২ ৩১২৩ নাম্বারের সাদা রঙের গাড়ি টি জব্দ করেছি। উদ্ধার করেছে ৫৬ বিদেশী মদের বোতল।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার, মাদক দ্রব্যনিয়ন্ত্রন ও সড়ক পড়িবহন আইনে একটি মামলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
৫২৯ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জে মদবাহী প্রাইভেট কারের ধ্বাক্কায় আহত অন্তত ১৫

আপডেট সময় ০৬:০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

গতকাল ১৪ মে ( বুধবার) রাত আটটায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী ঈশ্বরগঞ্জ পৌরবাজার অতিক্রম করার সময়, ঈশ্বরগঞ্জ পৌরবাজার ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ গেইটের সামনে পথচারী, ও ইজিবাইকে থাকা যাত্রী সহ রাস্তার পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা যুবক সহ অন্তত ১৩ জনকে আহত করে, চরহোসেনপুর মাদ্রাসার সামনে এসে রাস্তার পাশে থাকা অটো রাইছমেইলের দুই শ্রমিক কে আহত করে, আহতদের কে স্হানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পড়ে গাড়িটি চরহোসেনপুর মাদ্রাসা সংলগ্ন রাস্তার পাশে থাকা বিদ্যুৎ এর খুঁটিতে ধাক্কা খেয়ে রাস্তার মাঝে ছিটকে পড়েন। তখন গাড়িতে থাকা গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। এসময় গাড়িতে থাকা বিদেশী মদের বোতল উৎসুক জনতা নিয়ে যায়। তৎক্ষনীক খবর পেয়ে গণনাস্থল পরিদর্শন করেন, উপজেলা ভূমি নির্বাহী কর্মকর্তা, ইকবাল হোসেন। উপস্থিত হন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, ওসি তদন্ত সহ তার সঙ্গীয় ফোর্স। তখন রাস্তার মাঝে ছিটকে পড়া মদবাহী ঘাতক প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে সাংবাদিকদের উপস্থিতি তে প্রাইভেট কারের পিছনের ব্যাক ডালা খুলে ৫৬ টি বিদেশী মদের বোতল উদ্ধার করে। থানাপুলিশ সূত্র জানায়, প্রাইভেটকারের চালক গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাঙ্গাটি কেউরাবজারের মো. জসিম উদ্দিনের ছেলে মো. রোকনুজ্জমান (৩০)। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সুমেস্বরী ব্রিজের নিচ থেকে মদের কার্টুন ভর্তি করে ভালুকার সিডস্টোর যেতে চেয়েছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, প্রয়োজনের অতিরিক্ত মদ খেয়ে রাস্তা ভূল করে এ রোডে গাড়ী নিয়ে চলে আসেন এ চালক। পথিমধ্যে মনে করছিলেন পিছনে কেউ তার গাড়ী ধাওয়া করছে, এ ভেবে তার গাড়ীর গতি বারিয়ে দেন।
।এ ঘটনায় চালক কে আটক সহ ঢাকা মেট্রো গ -২২ ৩১২৩ নাম্বারের সাদা রঙের গাড়ি টি জব্দ করেছি। উদ্ধার করেছে ৫৬ বিদেশী মদের বোতল।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার, মাদক দ্রব্যনিয়ন্ত্রন ও সড়ক পড়িবহন আইনে একটি মামলা হয়েছে।