ঈশ্বরগঞ্জে অপহরণকারী যুবক আটক, অপহৃতা উদ্ধার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় রাসেল মিয়া (৩০) নামের এক যুবককে অপহরণ মামলায় আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার লক্ষিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একই অভিযানে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত রাসেল মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী (বয়স ১৫) গত বৃহস্পতিবার খালাতো ভাই ইমন মিয়ার সঙ্গে ঈশ্বরগঞ্জে মার্কেট করতে আসছিল। চরহোসেনপুর এলাকায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ গেইটের সামনে অটোরিকশা থেকে নামার সময় রাসেল মিয়া ইমনকে ভয়ভীতি প্রদর্শন করে শিক্ষার্থীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে ইমন বিষয়টি ভুক্তভোগীর পরিবারকে জানালে শিক্ষার্থীর মা ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে নেত্রকোনার লক্ষিগঞ্জ এলাকার মাহিয়া এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে থেকে রাসেল মিয়াকে গ্রেফতার করে এবং অপহৃতাকে উদ্ধার করতে সক্ষম হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে অপারেশন চালিয়ে আমরা অপহৃতাকে উদ্ধার করেছি এবং প্রধান আসামি রাসেল মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”