ঈদ ঘিরে রেমিট্যান্সে জোয়ার, নতুন রেকর্ডের আভাস
প্রবৃদ্ধির ধারায় চলতি মার্চ মাসের প্রথম ১৯ দিনে বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ২২৫ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৮ দশমিক ৪ শতাংশ বেশি। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এই পরিমাণ রেমিট্যান্স ২৭ হাজার ৪৭৪ কোটি ৪০ লাখ টাকা। এর মানে, প্রতিদিন গড়ে ১১ কোটি ৮৫ লাখ ডলার দেশে এসেছে।
এই ধারায় চলতে থাকলে মার্চ মাসে রেমিট্যান্সের নতুন রেকর্ড হতে পারে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মার্চের ১৯ তারিখ পর্যন্ত ২ হাজার ৭৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।
এছাড়াও, চলতি বছরে ফেব্রুয়ারিতে বৈধ পথে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যার পরিমাণ দেশীয় মুদ্রায় ৩১ হাজার ৯৪ কোটি টাকা। এই বছরের ডিসেম্বরে সর্বোচ্চ রেকর্ড—প্রায় ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
ঈদকে সামনে রেখে এই প্রবৃদ্ধির ধারায় মার্চে ৩০০ কোটি ডলার রেমিট্যান্স পাঠানোর সম্ভাবনা রয়েছে, যা প্রবাসী আয় বৃদ্ধির নতুন মাইলফলক হতে পারে।