ঈদে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫
বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড শাওমি ঈদ উপলক্ষে নতুন দুটি স্মার্টফোন বাজারে আনল – শাওমি রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫। বৃহস্পতিবার (২০ মার্চ) ‘সেলিব্রেটিং ঈদ উইথ মি’ শিরোনামে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী স্মার্টফোন দুটি উন্মোচন করেন।
জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শাওমি গ্রাহকদের ঈদ উইথ মি উদযাপনে নতুন দুটি ফোনের উন্মোচন বাড়তি মাত্রা যোগ করবে।”
শাওমি রেডমি নোট ১৪ প্রো:
- ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড কার্ভড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট
- পারফরম্যান্স: মিডিয়াটেক হেলিও জি-১০০ আল্ট্রা চিপসেট
- ব্যাটারি: ৫৫০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট টার্বো চার্জিং
- সুরক্ষা: কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২, আইপি ৬৪ রেটিং
- রঙ: মিডনাইট ব্ল্যাক, ওশিয়ান ব্লু, অরোরা পার্পল
- মূল্য: ২৯,৯৯৯ টাকা (৮GB-২৫৬GB ভ্যারিয়েন্ট)
শাওমি রেডমি এ৫:
- ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল ক্যামেরা
- ডিসপ্লে: ৬.৮৮ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট
- পারফরম্যান্স: ইউনিসক টি৭২৫০ প্রসেসর
- ব্যাটারি: ৫২০০ এমএএইচ ব্যাটারি, ১৫ ওয়াট ফাস্ট চার্জিং
- রঙ: মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি গোল্ড, লেক গ্রিন, ওশিয়ান ব্লু
- মূল্য: ১০,৯৯৯ টাকা (৪GB-৬৪GB ভ্যারিয়েন্ট)
নতুন এই স্মার্টফোন দুটি শাওমির অনুমোদিত স্টোর থেকে দেশের যেকোনো স্থানে পাওয়া যাবে।
ট্যাগস :