ইসির রোডম্যাপ ঘোষণার আগে আলোচনার আহ্বান রাজনৈতিক দলের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার আগে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। তাদের মতে, একতরফা সিদ্ধান্ত নেওয়া হলে তা হবে ঐতিহ্যের লঙ্ঘন।
এক-এগারো জরুরি সরকারের সময় থেকে তফসিলের আগে রোডম্যাপ ঘোষণা করে আসছে নির্বাচন কমিশন (ইসি)। এবারও সেই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে কমিশন। বিষয়টিকে কমিশনের স্বাভাবিক কার্যক্রম হিসেবেই দেখছে রাজনৈতিক দলগুলো। তবে, বিএনপি, জামায়াত ও এনসিপির অভিযোগ—এখনও বহু বিষয় অমীমাংসিত, অথচ আলোচনার সুযোগ না রেখেই ইসি একক সিদ্ধান্ত নিচ্ছে।
জামায়াত বলছে, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে এনসিপি বলছে, গণপরিষদের শর্ত পূরণ করতে হবে। যদিও এসব দাবি থাকলেও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় নেই দলগুলোর।
এরই মধ্যে বিএনপি ও জামায়াত ৩০০ আসনের প্রাথমিক মনোনয়ন তালিকা প্রণয়ন করেছে। আর এনসিপি তাদের নিবন্ধন ইস্যু ও নির্বাচনের বৈধতা নিয়ে চিন্তিত।
বিরোধী দলগুলোর মতে, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে, যেখানে ভোটারদের আস্থা অটুট থাকবে।
 
																			 
										 
								                                        















