ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা ও মহানগর কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিয়াম সাধনা ও বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) হুমায়ুন চত্বর সিলেট জামিয়া কারিমীয়া মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে ও মহানগর শাখার সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, এলএলবি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: আব্দুল মোছাব্বির রুনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা আস’আদ উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা সভাপতি হাফিজ মাওলানা আব্দুস শহিদ, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মো: জাকির হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি আলবাবুল হক চৌধুরী, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য আরিফুল ইসলাম শামিম, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, “পরিবর্তিত পরিস্থিতির পর ফ্যাসিস্টদের দোসররা পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে বিভিন্ন নামে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী যেকোনো কর্মকাণ্ড কঠোর হস্তে পূর্বের ন্যায় রুখে দাঁড়াবে দেশপ্রেমিক শ্রমিক-জনতা।”
তিনি আরও বলেন, “সরকার আসে, সরকার যায়, কিন্তু শ্রমিক জনতার ভাগ্যের পরিবর্তন হয় না। শ্রমিকদের দুঃখ-কষ্ট লাঘবে কেউ আন্তরিকতার পরিচয় দেয় না। আসলে ফ্যাসিস্টদের পরাজয় হলেও ফ্যাসিবাদ বহাল তবিয়তে রয়েছে। এজন্য শ্রমিকদের কষ্ট লাঘবে শ্রমিকদেরকেই কাজ করতে হবে।”
তিনি বলেন, “ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিক-জনতার মুক্তি আসবে না। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য সাহসী ও জোরালো পদক্ষেপ নিলে জনতা সরকারের পাশে থাকবে। নতুন করে কোনো ফ্যাসিবাদ তৈরির সুযোগ যাতে না পায়, সে ব্যবস্থা করতে হবে। এজন্য রাষ্ট্র সংস্কার বিশেষ প্রয়োজন। সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি ফলপ্রসূ নির্বাচন সময়ের দাবি।”