ইসলামী দোকান শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী দোকান শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (৬ মে) সকাল ১১টায় রাজধানীর পল্টনের পুষ্প দাম কনভেনশন সেন্টারে।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আইয়ুব আলী চৌধুরী এবং সঞ্চালনা করেন মাওলানা লিয়াকত হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব শাহাদাত হোসেন ও আলহাজ্ব শাহাদাত হোসেন প্রধানিয়া। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী মটর শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মাসুদুল ইসলাম, সহসভাপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মুসা, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান (চান), জয়েন্ট সেক্রেটারি মোঃ ফরিদ হোসেনসহ আরও অনেকে।
সম্মেলনে ইসলামী দোকান শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পান মাওলানা মোঃ মুসা, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ জাকির হোসেন।
নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।
সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মোঃ মুসা মিয়া এবং শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।