ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার ২০২৫-২৬ সেশনের দ্বি-বার্ষিক কাউন্সিল গতকাল বুধবার রাজনগর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের সম্মেলনে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মুহিব উদ্দীন আহমদ সোহেল কে সভাপতি এবং আলহাজ্ব শামছুল হুদাকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।
কাউন্সিল অধিবেশনটি বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলহাজ্ব মুহিব উদ্দীন আহমদ সোহেল এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আলহাজ্ব শামছুল হুদা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি। উক্ত অধিবেশনে শুরা সদস্যদের পরামর্শে আলহাজ্ব মুহিব উদ্দীন আহমদ সোহেল কে সভাপতি এবং শামছুল হুদাকে সেক্রেটারি মনোনীত করা হয়।
এই নির্বাচনে উপস্থিত সদস্যরা আগামী দু’বছরের জন্য দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী এবং সংগঠিত করার বিষয়ে নানা গুরুত্বপূর্ণ আলোচনা করেন।